কোষ কি ?

কোষ :

আমারা যখন ছোট সময় বিজ্ঞান বইয়ে কোষ পরেছিলাম প্রথমে ভাবতাম কোষ !!!! এ আবার কিসের কোষ । কাঁঠালের কোষ নাকি !!! হাহহাহা।।

আসলে তা না । আমাদের এই দেহটা আসলে কোষ দ্বারা গঠিতকোষ হলো জীবদেহ গঠনের ও কাজের  একক । ইংরেজিতে যাকে বলে cell . একে  জীবদেহ গঠনের ও কাজের  একক বলা হয় কারন একটি জীবের বেচে থাকা অবস্থায় যত ধরনের কাজ হয় তা সব হয় কোষের মাধ্যমে । মোট কথা যাদের প্রান আছে তাদেরই কোষ আছে ।
প্রানীর মতো উদ্ভিদের ও প্রান আছে । তাই প্রানী ও উদ্ভিদ উভয়েরই কোষ আছে । যেহেতু প্রানী ও উদ্ভিদের মধ্যে পার্থক্য আছে তাই এদের কোষ গঠনেও পার্থক্য আছে । নিচের ছবি ২ টি দেখলে তা বুঝতে পারবে ।



২ টি কোষের বাইরে একটা পাতলা আবরন আছে তাকে কোষ ঝিল্লি বা cell membrane বলে । উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই Cell membrane এর বাইরে আরো একটি শক্ত আবরন থাকে । তাকে কোষ প্রাচীর বলে । প্রানী কোষে কোষ প্রাচীর থাকে না ।




কোষের মধ্যে পরিপূর্ণ এক ধরনের তরল পদার্থ আছে তাকে কোষের সাইটোপ্লাজম বলে । এটা কিছুটা জেলির মতো ।
এই তরল পদার্থে এক ধরনের ভাসমন কালো গোল পদার্থ আছে তাকে নিউক্লিয়াস বলে । একটা কোষের সমস্ত কাজ এই  নিউক্লিয়াস করে থাকে ।এমনকি নিউক্লিয়াস জীবের বংশবৃদ্ধিতেও সাহায্য করে

মনে রাখবে আমাদের দেহ কিন্তু অসংখ্য কোষ দ্বারা গঠিত এবং সবগুলো কোষ কিন্তু আলাদা আলাদা জীবিত । আবার কোষ মারাও যায় ।

বিজ্ঞানী Robert Hook প্রথম ১৯৬৫ সালে কোষ আবিষ্কার করেন । 



  >> Post created by Shanta Islam and Odita orme
  >> Posted by Genius Learner 

Post a Comment

0 Comments