“ I am broke " এই বাক্যটি শুনে কি মনে হচ্ছে ? এর অর্থ আমি ভেঙ্গে গেছি ?
এমনি মনে হওয়ারই কথা । কেননা Broke মানে হল ভেঙ্গে যাওয়া । তাই ঐ হিসেবে I am broke এর মানে আমি ভেঙ্গে গেছিই হয় ।
কিন্তু আমি আবার কেমন করে ভেঙ্গে গেলাম ?
আসলে এই বাক্যটি দিয়ে আমি ভেঙ্গে গেলাম বুঝায় না ।
এটা একটা phase যার অর্থ হলো আমার পকেট খালি ।
অর্থাৎ, যখন আমাদের কাছে টাকা থাকে না তখন আমরা বালি এই কথা বলি যে আমার পকেট খালি.
এই ধরনের বাক্য বানাতে আমরা I am broke বাক্যটি ব্যবাহার করতে পারি ।
I am broke কে আমরা আরো অন্যভাবেও বলতে পারি ।
যেমনঃ
>> I am without money
>> I have no money
>> I have no cash.
>> I am ruined
Dialogue with I am broke :
Karim : I need money. Can you land me some money please ?. I will return it within 10 days. ( আমার কিছু টাকার প্রয়োজন । তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে? আমি ১০ দিনের মধ্যেই ফেরত দিয়ে দিব )
Rahim : Sorry, I wish I could help you.But I am broke.
(দুঃখিত, যদি আমি তোমাকে সাহায্য করতে পারতাম ! কিন্তু আমার পকেট খালি )
More example -
>> আমার কাছে টাকা নেই, আমি আমার বিল পরিশোধ করতে পারছি না = I am broke and can not afford my bills
>> এই মুহূর্তে আমার পকেট খালি = I am broke at the moment.
>> এখন আমার কাছে কোন টাকা নেই, কিন্তু আমি আমার দায়িত্ব থেকে পিছাতে পারি না = I am broke now , but I could not leave my duties
More example like this -
>> My friend have seen me spend a lot of money and I don’t want them to think that I am broke.
>> I was board at word, my day didn’t have a good start, I am broke, I am decide to pay for the air fare and the ticket
Related and Important post :
>> Adjectives starts with “ W “ ( vocabulary part )
0 Comments