How to Describe Someone's Physical Appearance in English to bangla

Adjective for describing appearance

In many exam or my be sometimes we need  to describe family members or a friends . we might have to describe a colleague or a neighbor. So to describe someone appearance, you have to know some important adjective about physical appearance .


এখানে Appearance মানে হল দেখতে কেমন ।

আমি আপনাদের সাথে আজকে মানুষের physical appearance নিয়ে শেয়ার করব ।

কারো physical appearance নিয়ে কথা বলার টাইম আমাদের Careful থাকতে হবে । কেননা আমরা আমাদের বন্ধুদের যেভাবে describe করতে পারব সেভাবে একজন বয়সে বড় ব্যক্তিকে করতে পারি না ।

short /long

আমরা অনেক টাইম আগেই দেখি কেও লম্বা নাকি খাট । এটাও একটা physical appearance । তাহলে তার জন্য আমারা long or short শব্দটি ব্যবহার করতে পারি ।

যেমনঃ She is short = সে খাটো

এই বাক্যটাকে আমারা আরো নানা ভাবে ব্বলতে পারি ।
যেমনঃ  >> He is not very tall
        >> He is kind of petite

এখানে petite এর মানে হল small বা ছোট বা খাট । এটি একটি ফরাসি শব্দ কিন্তূ ইংরেজীতেও ব্যবহার করা হয়।




এমন ভাবেই যদি বলা হয় সে দেখতে লম্বা । আমরা Tall শব্দটি ব্যবাহার করতে পারি । যেমনঃ

>> He is tall / he is very tall

এই বাক্যটির পরিবর্তে আমারা আরো  বলতে পারি

 >> He is a giant (informal )

Fitness

কেউ যদি একদম সুন্দর সাস্থ্যের হয় মানে দেখতে handsome এবং body builder type or sexy তখন আমারা well-built
শব্দটি ব্যবহার করতে পারি ।

  >> He is a well-built person .


এই শব্দটি ছাড়াও আমারা আরো কিছু মজাদার এবং Advance word ব্যবহার করতে পারি । যেমনঃ

   >> He is a hunky boy

Hunky মানে হল দেখতে সুন্দর।

  >> He has a sturdy muscular physique

   >> He is form a robust family.

Robust = Strong and healthy

   >> He is physically fit

Fit = someone who gets a lot of exercise and is very healthy. Or a attractive person.

    >> He is a muscular person

Body shape

কেউ যখন দেখতে মোটা হয় আমারা Fat " word টি ব্যবহার করি

     >> The man is very fat

আমারা Fat এর পরিবর্তে ব্যবাহার করতে পারি plump.
Plump মানে নাদুসনুদুস (সহজ ভাষায় )

আমারা এইখানে আরো কিছু Advance word ব্যবহার করতে পারি ।
যেমনঃ 
   >> This clothes for large women.


এখানে large বলতে বেশি মোটা বুঝানো হয়েছে ।

    >> He is a overweight

আবার আরো বলতে পারি , 

      >> being obese is very appealing for your health .

এখানে, Obese মানে হলো অনেক মোটা।
Appealing = very bad ( খারাপ )

So, fat এর পরিবর্তে আমারা এক কথায় Plump ,Large, overweight সবগুলো শব্দ ব্যবহার করতে পারি

Describe head and face

ধরন আপনার বাড়িওয়ালার মাথায় চুল নেই । মানে ছিল কিন্তু কেটে ফেলে দিয়েছে তাইলে আপনি তাইলে আপনি তাকে কিভাবে describe করতে পারেন ?

    >> He is a bald person
    >> The male actor bruce is bald. He has shaved head.




## ধরুন, যখন আপনি চুল বাধেন তখন চুলগুলো একদম ঘোড়ার লেজের মতো হয়ে থাকে তাইলে আপনি এই ক্ষেত্রে কিভেবে English এ কিভাবে বলবেন ?

ঘোড়ার লেজের মত চুল বুঝাতে আমরা pony tail hair ওয়ার্ডটি ব্যবহার করতে পারি ।

   >> He has a pony tail hair.




Hair color

কারো চুলের রং এর উপরে ভিত্তি করেও তাকে Describe করা যায় । যেমনঃ

   >> He has a  Brown hair
   >> She has a dark-brown hair
   >> She has a Red hair.

আবার যখন কারো চুলের color কিছুটা সোনালি রঙের হয় আমারা অনেক সময় বলি,

      >> She has golden hair

কিন্তু এই বাক্যটি যিদিও কোন রকম চলে কিন্তু এটা না বলাই ভাল । তার পরিবর্তে আমারা বলতে পারি ,

   >> She has a Blonde Hair

Blonde মানে সোনালি চুন বা স্বর্ণকেশী





Describe eye

কারো চোখের বর্ণনা আমারা করতে গেলে বলতে পারি ,

     >> She has a beautiful eyes.
     >> She has deep-set eyes 

এখানে deep-set eyes বলতে বুঝায় চোখ চেহারা থেকে deep বা গভিরে আছে .

আবার বলা যায়,
     >> She has doe-eyes

doe-eyes mane চোখগুলো বড় কিন্তু তাও তাকে দেখতে খুবই innocent



Skin appearance  

কেও দেখতে কালো হলে আমারা Dark শব্দটি ব্যবহার করতে পারি ।
    যেমনঃ >> He has a dark skin .

এই বাক্যটিকে আমরা আরো বলতে পারি,

     >> He has a dark skin.
     >> He is very tanned.
     >> He has a dark complexion.


Post a Comment

0 Comments