Use used to in sentence || Sentence making with Used to and be used to

Used to - we can use used to talk about past habit or state

মানে আমরা অতীতে কোন অভ্যাস বা অবস্থা বুঝাতে used to ব্যবহার করি। অর্থ্যাত হয়ত অতীতে এই কাজের অভ্যাস ছিল কিন্তু এখন নেই ।
যেমনঃ

State - সে লন্ডনে থাকত - He used to live in london. ( কিন্তু এখন থাকে না )

Past habit :

সে প্রতিবছর স্কটলেন্ডে ছুটি কাটাতে যেত - He used to go on holiday to Scotland every year.




Sentence structure of Used to -


Sub + used to + infinitive verb + ob

For example -

He used to smoke - সে ধুমপান করত ( কিন্তু এখন করে না )

Negative sentence making with used to -


না বোধক বাক্য তৈরি করতে হলে বাক্য “did not “ ব্যবহার করতে হবে।

যেমনঃ

He did not use to smoke - সে ধুমপান করত না ( কিন্তু এখন করে )

To make question -
Did + sub + use to + v + ob

Did he not use to smoke? = সে কি ধুমপান করত না ?

Example of used to -

Did you use to work with salman ? = তুমি কি সালমানের সাথে কাজ করতেন ?
 
Did he use to study English ? = সে কি ইংরেজি পড়তে অভ্যস্ত ছিল ?
 
She did not use to like chocolate but she dose now - সে চকলেট পছন্দ করত না কিন্তু এখন করে ।
 
I used to go to beach every day = আমি প্রতিদিন বিচে যেতাম
 
Jerry used to study properly = জেরি ভাল করে পড়ালেখা করত
 
I used to start work at 9o clock = আমি ৯ টায় কাজ শুরু করতাম 
 
I used to live in pairs = আমি প্যারিস বাস করতাম
 
Rana used to be the best student in class, but now Lena is the best. = রানা ক্লাসে সেরা 
ছাত্র হত, তবে এখন লেনা সেরা 
 
You used to play piano = তুমি পিয়ানো বাজাতে 
 
I used to play soccer = আমি ফুটবল খেলতাম
 
You used to swim in the ocean = তুমি সাগরে সাঁতার কাটতে
 
He used to ride a bike= সে বাইক চালাত
 
She used to create website = সে ওয়েবসাইট বানাত 
 
We used to bake bread = আমরা রূটি বানাতাম
 
I used to be weak = আমি দুর্বল থাকতাম 
 
We used to drink a lot of water = আমরা প্রচুর পানি খেতাম 
 
We used to study harder = আমরা অনেক পড়ালেখা করতাম
 

They used to have a beard = তারা দাড়ি রাখত

More example with  used to :

You didnt use to study french
She didnt use to come here for lunch
We didnt use to talk after breakfast
We didnt use to drink after work


Use of Be used to

আমরা সাধারণত বাক্যে use to ব্যবহার বেশিই করি বা বেশিই পরিচিত । কিন্তু use to কে আরো এক ভাবে ব্যবহার করা যায়। তা হল be used to.

Used to দিয়ে অতীতের অভ্যাস বা অবস্থা বুঝানো হয় । কিন্তু be Used to দিয়ে অতীতের অভ্যাস বা অবস্থা বুঝানো হয়। Be used to সাধারণত কোন কিছু সাথে আমরা পরিচিত বা এখন সবসময় এই কাজে অভ্যস্ত বুঝাতে ব্যবহার করি ।

Be used to - To talk about the familarity with place or activity .

Structure - sub + auxiliary ( am/is/are/was/were/will be/have been /had been ..) + v +ing + ob

এই বাক্য গঠনে verb থাকলে বাক্যে ing দিতে হবে। আর verb না থাকলে ing দিতে হবে না

যেমন ঃ
আমি সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত - I am used to getting up early
আমি তার রসিকতায় অভ্যস্ত = I am used to his jokes।

Example :

I am used to studying English every day ( I am familiar with studying) = আমি ইংলিশ পড়তে অভ্যস্ত

He wasn’t used to walking so much =সে বেশি হাটায় অভ্যস্ত ছিল না ।


I am a teacher so I’m used to speaking in public = আমি একজন শিক্ষক,
আমি জনসমক্ষে কথা বলার অভ্যস্ত

I work in hospital.so I am used to long hours (familiar with long hour ) = আমি হাসপাতালে কাজ করি।তাই আমি অনেক সময় ধরে কাজ করতে অভ্যস্ত

He was a salesman,so he was used to travelling = সে একজন সেলসম্যান ছিল , তাই সে ভ্রমনে অভ্যস্ত ছল ।


Related  and Important  post :


>> Adjectives starts with “ “ ( vocabulary part )

Post a Comment

0 Comments