Used to - we can use “ used to “ talk about past habit or state
মানে আমরা অতীতে কোন অভ্যাস বা অবস্থা বুঝাতে used to ব্যবহার করি। অর্থ্যাত হয়ত অতীতে এই কাজের অভ্যাস ছিল কিন্তু এখন নেই ।
যেমনঃ
State - সে লন্ডনে থাকত - He used to live in london. ( কিন্তু এখন থাকে না )
Past habit :
সে প্রতিবছর স্কটলেন্ডে ছুটি কাটাতে যেত - He used to go on holiday to Scotland every year.
Sentence structure of Used to -
Sub + used to + infinitive verb + ob
For example -
He used to smoke - সে ধুমপান করত ( কিন্তু এখন করে না )
Negative sentence making with used to -
না বোধক বাক্য তৈরি করতে হলে বাক্য “did not “ ব্যবহার করতে হবে।
যেমনঃ
He did not use to smoke - সে ধুমপান করত না ( কিন্তু এখন করে )
To make question -
Did + sub + use to + v + ob
Did he not use to smoke? = সে কি ধুমপান করত না ?
Example of used to -
Did he use to study English ? = সে কি ইংরেজি পড়তে অভ্যস্ত ছিল ?
She did not use to like chocolate but she dose now - সে চকলেট পছন্দ করত না কিন্তু এখন করে ।
I used to go to beach every day = আমি প্রতিদিন বিচে যেতাম
Jerry used to study properly = জেরি ভাল করে পড়ালেখা করত
I used to start work at 9’o clock = আমি ৯ টায় কাজ শুরু করতাম
I used to live in pairs = আমি প্যারিস বাস করতাম
Rana used to be the best student in class, but now Lena is the best. = রানা ক্লাসে সেরা
ছাত্র হত, তবে এখন লেনা সেরা
You used to play piano = তুমি পিয়ানো বাজাতে
I used to play soccer = আমি ফুটবল খেলতাম
You used to swim in the ocean = তুমি সাগরে সাঁতার কাটতে
He used to ride a bike= সে বাইক চালাত
She used to create website = সে ওয়েবসাইট বানাত
We used to bake bread = আমরা রূটি বানাতাম
I used to be weak = আমি দুর্বল থাকতাম
We used to drink a lot of water = আমরা প্রচুর পানি খেতাম
We used to study harder = আমরা অনেক পড়ালেখা করতাম
They used to have a beard = তারা দাড়ি রাখত
More example with “ used to “ :
You didn’t use to study french
She didn’t use to come here for lunch
We didn’t use to talk after breakfast
We didn’t use to drink after work
Use of “ Be used to”
আমরা সাধারণত বাক্যে use to ব্যবহার বেশিই করি বা বেশিই পরিচিত । কিন্তু use to কে আরো এক ভাবে ব্যবহার করা যায়। তা হল be used to.
Used to দিয়ে অতীতের অভ্যাস বা অবস্থা বুঝানো হয় । কিন্তু be Used to দিয়ে অতীতের অভ্যাস বা অবস্থা বুঝানো হয়। Be used to সাধারণত কোন কিছু সাথে আমরা পরিচিত বা এখন সবসময় এই কাজে অভ্যস্ত বুঝাতে ব্যবহার করি ।
Be used to - To talk about the familarity with place or activity .
Structure - sub + auxiliary ( am/is/are/was/were/will be/have been /had been ..) + v +ing + ob
এই বাক্য গঠনে verb থাকলে বাক্যে ing দিতে হবে। আর verb না থাকলে ing দিতে হবে না
যেমন ঃ
আমি সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত - I am used to getting up early
আমি তার রসিকতায় অভ্যস্ত = I am used to his jokes।
Example :
I am used to studying English every day ( I am familiar with studying) = আমি ইংলিশ পড়তে অভ্যস্ত
He wasn’t used to walking so much =সে বেশি হাটায় অভ্যস্ত ছিল না ।
I am a teacher so I’m used to speaking in public = আমি একজন শিক্ষক,
আমি জনসমক্ষে কথা বলার অভ্যস্ত
I work in hospital.so I am used to long hours (familiar with long hour ) = আমি হাসপাতালে কাজ করি।তাই আমি অনেক সময় ধরে কাজ করতে অভ্যস্ত
He was a salesman,so he was used to travelling = সে একজন সেলসম্যান ছিল , তাই সে ভ্রমনে অভ্যস্ত ছল ।
0 Comments