বঙ্গবন্ধু - ১ স্যাটেলাইট নিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন


বিভিন্ন চাকরির ও ভর্তি পরিক্ষায় বঙ্গবন্ধু - ১ স্যাটেলাইট নিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন আসে এবং আসতে পারে। এখানে আমরা বঙ্গবন্ধু - ১ স্যাটেলাইট নিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আপনাদের জন্য সাজিয়ে দিয়েছি যেন আপনাদের পড়তে সহজ হয় । 





বঙ্গবন্ধু - ১ স্যাটেলাইট নিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন

1. বাংলাদেশ নিজস্ব স্যটেলাইটের - ৫৭ তম দেশ

2. দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গগবন্ধু প্রথম মহাকাশে পাঠানো হয়েছে - ২০১৮ সালের ১২ মে (শুক্রবার দিবাকর রাতে )

3. দেশে এখন কয়টি  স্যটেলাইট টেলিভিশন সম্প্রচারে আছে - ৩০ টি

4. এই চ্যানেল্গুলো বিদেশের স্যাটেলাইট ব্যবাহারের কারনে প্রতিবছর পরিশোধ করতে হয় - ২০ লাখ ডলার বা প্রায় ১৭ কোটি টাকা

5. বঙ্গগবন্ধু - ১ স্যাটেলাইটে কয়টি ট্রান্সপন্ডার আছে - ৪০ টি

6. এখান থেকে বাংলাদেশের ব্যবহারের জন্য রাখা হবে - ২০ টি

7. বর্তমানে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল তাদের সম্প্রচারে ব্যবহার করে হংকঙয়ের - অ্যাপস্টার ৭ নামের স্যাটেলাইট ।

8. বিটিভি ব্যবহার করে - এশিয়াস্যাট ৭ নামের স্যাটেলাইট।

9. বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটের আওতায় আসসবে সারকভুক্ত কোন দেশগুলো - ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার,তাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান,তুর্কেমিনিস্তান ও কাজাখস্তান

10. কত একর জমির উপর বঙ্গবন্ধু স্যাটেলাইটের নিয়ন্ত্রন কেন্দ্র প্রতিষ্ঠান করা হয়েছে - গাজিপুরে ১৩ একর জায়গার ৫ এখন জুড়ে

11. বঙ্গবন্ধু স্যাটেলাইটের ওজন - ৩.৭ মেট্রিকজন মানে ৩৭০০ কেজি

12. বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে অবস্থান করবে - ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে

13. বাংলাদেশের প্রথম স্যাটেলাইট নিয়ে কাজ শুরু হয় - ২০০৭ সালে

14. বাংলাদেশ মহাকাশে ১০২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে কক্ষপথ বরাদ্দ চেয়ে আবেদন করেছিল জাতিসংঘের - আর্ন্তজাতিক টেলিযোগাযোগ ইউনিয়নে, ২০০৭

15. বাংলাদেশের এই আবেদনের উপর আপত্তি করেছিল - ২০ টি দেশ

16. বর্তমান কক্ষপথ “১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশটি “ বাংলাদেশ সরকার কিনে নেয়-২১৯ কোটি

17. টাকায়,২০১৩ সালে, রাশিয়ার ইন্টারস্পূটনিক থেকে

18. বঙ্গবন্ধু ১ স্যাটেলাই তৈরি প্রথমিক কাজ শুরু হয় - ২০১২ সালে

19. স্যাটেলাইট তৈরির মূল কাজ শুরু হয় - ২০১৫ সালে

20. এটি করে ফ্রান্সের - থ্যালেস আয়লেনিয়া স্পেস কোম্পানি

21. এটি নিয়ন্ত্রন করা হবে বাংলাদেশের গাজিপুরের - জয়দেবপুরে ও রাঙ্গামাটি বেতুনিয়া গ্রাউন্ড স্টেশন থেকে

22. এটি নিয়ন্ত্রন করার জয় গাজীপুরে যে ২ অ্যান্টেনা বসানো হয়েছে তাদের ওজন - ১০ টন  

23. এই স্যাটালাইট প্রথম ৩ বছর পর্যবেক্ষণ করবে - বাওংলাদেশের সাথে,থ্যালেস অ্যালেনিয়া স্পেস

24. বঙ্গবন্ধু ১ স্যাটালাইটে মোট ৪০ টি ট্রান্সপন্ডার রয়েছে যার -২৬ টি কেইউ ব্যান্ড ও ১৪ টি সি ব্যান্ডের  

25. প্রতিটি ট্রান্সপন্ডার থেকে তরঙ্গ বরাদ্দ পাওয়া যাবে-৪০ মেগাহার্টজ হারে

26. ৪০ টি ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হলো - ১ হাজার ৬০০ মেগাহার্টজ   

27. এটি তৈরিতে মোট খরচ হয়েছে - ২ হাজার ৯৬৭ কোটি টাকা

28. এটি যে রকটে পাঠানো হয় - ফ্যালকন৯ , ব্লক ৫

29. যে স্থান থেকে পাঠানো হয় - এলসি ৩৯এ,কেনেডি স্পেস সেন্টার,যুক্তরাষ্ট্র

30. এটির নির্মাতা প্রতিষ্ঠান - ফ্রান্সের থ্যালরস অ্যালেনিয়া স্পেস

31. যে প্রতিষ্ঠান এটি মহাকাশে পাঠায় - মার্কিন মহাকাশ সংস্থা স্পেসেক্স

32. নিয়ন্ত্রন করবে - থ্যালেস ও বিটিআরসি

33. এটির ওজন - ৩ হাজার ৫০০ কেজি

34. মেয়াদ - ১৫ বছর




Post a Comment

0 Comments