English বাক্য অনেক গুরুতবপূর্ন ৩ টি word যা নিয়ে আমাদের সবারই অনেক সন্দেহ হয় বা বাক্য গঠন ভুল হয় । আর সেই সহজ কিন্তু জটিল word গুলো হল “ Sometimes “ ,“ sometime“ , and “ some time “ . আসলে ৩ টি word ই একি রকম দেখতে অনেকটা এবং এদের উচ্চারন ও একি। তাই বাক্যে ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেকেই ভুল করি । আজকে চল সহজ ভাবে দেখা নেয়া যাক ।
Sometimes
Sometimes এর অর্থ হল মাঝে মাঝে । এটা একটা Adverb of frequency.মোট কথা কোন ঘটনা সবসময় ঘটে না কখনো কখনো ঘটে এমন বাক্য ঘটনের জন্য আমরা sometimes ব্যবহার করি।
Example -
- Sometimes I drive to school and at other times I take the bus = মাঝে মাঝে আমি ড্রাইভ করে স্কুলে যাই আর অন্য সময় বাসে যায় ।
- His English is pretty good,but he sometimes make grammar mistakes = তার ইংলিশ বেশ ভাল কিন্তু মাঝে মাঝে সে গ্রামারে ভুল করে।
- When the weather is nice,we sometimes have a picnic by the river = যখন আবহাওয়া ভাল থাকে,মাঝে মাঝে তখন আমরা নদীর ধারে পিকনিক করতে চাই।
Sometime
Sometime মানে হল একদা বা কখনো । আসলে sometime দ্বারা অতীত বা ভবিষ্যতের একটা অনির্দিষ্ট সময়কে বুঝায়। আমরা sometime শব্দটি সাধারণত অতীত বা ভবিষ্যত কালে ব্যবহার করি। নিচের উদাহরন গুলো দেখলে বুঝা যাবে -
Example :
- We should go out for coffee sometime = আমাদের কখনো কফি খেতে বাইরে যাওয়া দরকার
- He’d like to talk to you sometime = তিনি আপনার সাথে কিছু সময় কথা বলতে চাই.
- I’ll call you sometime this afternoon= আমি আজ বিকেলে কোন এক সময় আপনাকে ফোন করব।
- She quit her job sometime last year = গত বছরের একসময় তিনি চাকরি ছেড়ে দেন
Some Time
Some time মানে হল কিছু সময় । সহজে বলতে গেলে “ A period of time “। কিন্তু এই কিছু সময় বলতে কতক্ষন তা আমরা বলতে পারব না । হতে পারে one hour or a couple of weeks,or a year . আমরা some time, present,past and future tense এ ব্যবহার করতে পারব ।
Example :
- Every evening I spend some time relaxing in the bath = প্রতি সন্ধ্যায় আমি গোসলের সময় কিছু সময় আরাম করি ।
- He did volunteer work for some time in collage =তিনি কোলাজে কিছু সময় স্বেচ্ছাসেবীর কাজ করেছিলেন
- It will take some time to finish this project = এই প্রকল্পটি শেষ করতে কিছুটা সময় লাগবে
In short -
- Sometimes refer to frequency ; it means on occasion but not always
- Sometime refers to a unspecified time in the past of future
- Some time refers to a period.
0 Comments