বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ - “ঘ”, “চ” “ছ” “জ”, “ঝ” “ত”,”থ” “দ” “ধ”

 

একটি শব্দের বিপরীত অর্থবাচক শব্দকে বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ বলে

ভিবিন্ন চাকরির পরীক্ষা,স্কুল কলেজের পরিক্ষায় বিপরীত শব্দ আসতে দেখা যায়। তাই আমারা আজকে কিছু বিপরীত শব্দ জেনে নেই। “ঘ”, “চ” “ছ” “জ”, “ঝ” “ত”,”থ” “দ” “ধ” দিয়ে শুরু বিপরীতার্থক শব্দ গুলো এখানে দেওয়া আছে ।

 

Bangla Antonym Word,বিপরীতার্থক শব্দ,বিপরীত শব্দ,biporit shobdo in bengali,

চল দেখে নেওয়া যাক Bangla Antonym Word বা বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ

 

শব্দ

বিপরীত শব্দ

ঘন

তরল

ঘরে

বাইরে

ঘরোয়া

আনুষ্ঠানিক

ঘাটতি

বাড়তি

ঘাত

প্রতিঘাত

ঘাতক

পালক

ঘৃণা

শ্রদ্ধা

ঘোলা

স্বচ্ছ

 

শব্দ

বিপরীত শব্দ

চক্ষুমান

অন্ধ

চঞ্চল

স্থির

চটুল

গম্ভীর

চড়াই

উৎরাই

চতুর

নির্বোধ

চয়

অপচয়

চল

অচল

চলিত

অচলিত

চাক্ষুস

অগোচর

চিন্তনীয়

অচিন্ত্য

চিন্ময়

মৃণ্ময়

চিরায়ত

সাময়িক

চুনোপুঁটি

রুই-কাতলা

চেতন

জড়

চেনা

অচেনা

চোখা

ভোঁতা

চোর

সাধু

চৌকস

হাবা

চ্যুত

অচ্যুত

 

শব্দ

বিপরীত শব্দ

ছটফটে

শান্ত

ছাড়া

ধরা

ছানা

ধাড়ী

ছেলে

বুড়ো

ছেলেমি

বুড়োমি

 

শব্দ

বিপরীত শব্দ

জঙ্গম

স্থাবর

জটিল

সরল

জনাকীর্ন

জনবিরল

জন্ম

মৃত্যু

জমা

খরচ

জয়

পরাজয়

জরা

যৌবন

জরিমানা

বকশিশ

জল

স্থল

জলচর

স্থলচর

জলে

স্থলে

জাগরণ

ঘুম/নিদ্রা

জাগ্রত

ঘুমন্ত

জাতীয়

বিজাতীয়

জানা

অজানা

জাল

আসল

জালিয়াত

সজ্জন

জিন্দা

মুর্ধা

জীবন

মরণ

জীবিত

মৃত

জৈব

অজৈব

জোড়

বিজোড়

জোয়ার

ভাটা

জোর

কমজোর

জ্ঞাত

অজ্ঞাত

জ্ঞাতমূলক

অজ্ঞাতমূল্ক

জ্ঞানী

মূর্খ

জ্বলন

নির্বাপণ

জ্বলন্ত

নিভন্ত

জ্যেষ্ঠ্যা

কনিষ্ঠা

জ্যোৎস্না

অমাবস্যা

 

শব্দ

বিপরীত শব্দ

ঝগড়া

ভাব

ঝানু

আপটু

ঝাটিতি

বিলম্ব

ঝাপসা

পরিষ্কার

ঝুনা

কাঁচা

 

শব্দ

বিপরীত শব্দ

টগবগে

মেদা

টাটকা

বাসি

টানা

পোড়েন

টিমটিম

জলজলে

ঢিলা

খন্দ

 

শব্দ

বিপরীত শব্দ

ঠান্ডা

গরম

ঠিক

বেঠিক

ঠুনকা

মজবুত

 

শব্দ

বিপরীত শব্দ

ডগমগ

মনমরা

ডাগর

ছোট

ডাব

নারকেল

ডুবন্ত

ভাসন্ত

 

শব্দ

বিপরীত শব্দ

ঢোসা

হাল্কা

ঢ্যাঙ্গা

খাটো

 

 

শব্দ

বিপরীত শব্দ

তত

যত

তথা

যথা

তদনীয়

মদীয়

তদ্রুপ

যদ্রুপ

তন্ময়

মন্ময়

তফাত

কাছে

তরল

কঠিন

তরুন

প্রবীণ

তস্কর

সাধু

তাজা

বাসি

তাত

ঠান্ডা

তাপ

শৈত

তামসিক

রাজসিক

তারুন্য

বার্ধক্য

তিক্ত

মধুর

তিমির

আলোক

তিরস্কার

পুরষ্কার

তীক্ষ্ণ

স্থুল

তীব্র

মৃদু

তীর্যক

ঋজু

তুষ্ট

রুষ্ট

তৃপ্তি

অতৃপ্তি

তেজ

নিস্তেজ

তেজি

মেদা / মন্দা

তোয়াজ

চটানো

ত্বরা

বিলম্ব

ত্যাগ

ভোগ

ত্যাজ্য

গ্রাহ্য

ত্রাস

সাহস

 

শব্দ

বিপরীত শব্দ

থর

নিথর

থামা

চলা

 

শব্দ

বিপরীত শব্দ

`দক্ষিন

বাম

দণ্ড

পুরস্কার

দরদি

নির্দয়

দাতা

গ্রহীতা

দান

গ্রহন

দরিদ্র

বিত্তশালী

দাস

প্রভু

দিবস

রজনী

দিবা

নিশি

দিবাকর

নিশাকর

দীন

ধনী

দীর্ঘ

হ্রস্ব





 

Related post : 

>> বিপরীত শব্দ -অ,আ 

>> বিপরীত শব্দ - ঋ,এ,ঐ,ও,ঔ

>> বিপরীত শব্দ - "ক" "খ" ও "গ" 

>> এক নজরে বাংলা বর্ণমালা- BCS ও Job Solution


 

Post a Comment

0 Comments