বিসিএস,ব্যংক,সরকারি চাকরি ও বিশব-বিদ্যালয় ভর্তি মডেল টেস্ট প্রশ্ন ও উত্তর ( ৪৫ টি সাধারণ বিজ্ঞান )

 

বিভিন্ন চাকরির, বিসিএস,ব্যাংক,সরকারি চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি সাধারণ বিজ্ঞান,ভূগোল ও আন্তর্জাতিক বিষয়বলী ও সাপ্রতিক বিষয়াবলী (Current Affairs ) প্রশ্ন নিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন আসে এবং আসতে পারে। এখানে আমরা সাধারণ বিজ্ঞান,ভূগোল ও আন্তর্জাতিক বিষয়বলী প্রশ্ন নিয়ে কিছু বেসিক প্রশ্ন সংক্ষিপ্ত আকারে আপনাদের জন্য সাজিয়ে দিয়েছি যেন আপনাদের পড়তে সহজ হয় । 

 


সাধারণ বিজ্ঞান

1. এভিকালচার বলতে কি বুঝায় ?

পাখি পালন বিদ্যা

 

2. উচ্চতা পরিমাপের যন্ত্র কি নামে পরিচিত ?

অ্যাঁলটিমিটার

 

3. লাল আলোতে নীল রঙয়ের ফুল কেমন দেখায়?

কালো

 

4. পানি বরফে পরিনত করলে আয়তন-

বাড়ে

 

5. যে সকল পরমানুর নিউটন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সমান নয় তাকে কি বলে ?

আইসোটোন

 

6. কোন রঙয়ের তাপ শোষন ক্ষমতা বেশি?

কালো

 

7. বাতাসের আদ্রতা বাড়লে শব্দের বেগ কেমন হয়?

বাড়ে

 

8. কোথায় বস্তুর ওজন বেশি?

মেরূ অঞ্চলে

 

9. কোন বর্নের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি

বেগুনি

 

10. কোন ব্লাডধারী সব গ্রুপকে রক্ত দিতে পারে

O গ্রুপ

 

11. সর্বাপেক্ষা হাল্কা গ্যাস কোনটি

হাইড্রোজেন

 

12. ইস্পাতে কার্বনের শতকরা পরিমান কত?

০.১৫ - ১.৫%

 

13. তামার সাথে টিন মিশালে কি উতপন্ন হয়?

ব্রোঞ্জ

 

14. সাধারণত বেটেরিতে কোন ধরনের তরল ব্যবহৃত হয়?

সালফিউরিক অ্যাসিড

 

15. বাতাসে নাইট্রোজেন এর পরিমান কত ?

৭৮.০২%

 

16. অ্যাসিড নীল লিটমাসকে কি করে?

লাল

 

17. হীরক উজ্জ্বল দেখায় কেন ?

আলোর পূর্ন অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য

 

18. সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে?

বিকিরন পদ্ধতিতে

 

19. রঙ্গিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় তাকে কি বলে?

মৃদু  রঞ্জন রশ্মি

 

20. দুধের ঘনত্ব কোন যন্ত্র দিয়ে মাপা হয়?

ল্যক্টোমিটার

 

21. আকাশ নীল দেখায় নীল রঙয়ের

বিক্ষেপন বেশি হওয়াই

 

22. বিদ্যুৎ চমকাবার কিছুক্ষন পরে শব্দ শোনা যায় কেন?

আলোর গতি শব্দের গতির থেকে বেশি

 

23. শুষ্ক কোষে তড়িত চালক শক্তি কত?

১.৫ ভোল্ট

 

24. সাধারণত বৈদুতিক বাল্বে কোন গ্যাস ব্যাবহৃত হয়?

নাইট্রোজেন

 

25. বৃষ্টির ফোটা গোলাকার হওয়ার কারন কী?

ফোটার চারদিকে বাতাসের সমান চাপ

 

26. পাহাড়ে ওঠা কষ্টকর কেন?

অভিকর্ষজ বলের বিপরীত কাজ কারার জন্য

 

27. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারন কি?

উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি

 

28. পৃথিবী তৈরির প্রধান উপাদান কোনটি?

সিলিকন

 

29. বোলতা ও বিচ্ছুর হোলে কি থাকে ?

হিস্টামিন

 

30. পৃথিবীর বয়স নির্ধারন করা যায়?

C-14

 

31. আচার সংরক্ষনের জন্য ব্যবহৃত হয় কি ?

ভিনেগার/এসিটিক এসিড

 

32. নিচের কোনটি হ্যালোজেন -

১। ফ্লোরিন

২। ক্লোরিন

৩। ব্রোমিন

৪। সবগুলো

উত্তরঃ ৪

 

33. নিচের কোনটি মুদ্রা ধাতু

১। তামা

২। রূপা

৩। সোনা

৪। সবগুলো

উত্তরঃ ৪

 

34. আতরের সুগন্ধ ছড়া কিসের উদাহরন?

ব্যাপন

 

35. নিচের কোনটি উদ্ধায়ী বা উর্ধপাতিত পদার্থ?

১। ন্যাপথালিন

২। আমোনিয়া,বেঞ্জিন

৩। আয়োডিন,কঠিন কার্বন-ডাই-অক্সিজেন

৪। সবগুলো

উত্তরঃ ৪

 

36. বেকিং পাউডার এর সংকেত কি?

সোডিয়াম বাই কার্বনেট (NaHCo3)

 

 

37. সিএনজিতে কোন গ্যাস কম্প্রেস করা হয়?

মিথেন

 

38. বদ হজম সমস্যা সৃষ্টি করে কে?

অতিরিক্ত হাইড্রোক্লোরিক এসিড (HCl)

 

39. পাউরূটি ফোলাতে কি ব্যবহার করা হয়?

ইষ্ট ছত্রাক

 

40. খর পানিতে কে বেশি পরিষ্কার ভূমিকা পালন করতে পারে?

ডিটারজেন্ট

 

41. জোয়ার-ভাটার প্রধান কারন?

চাঁদের আকর্ষন

 

42. জোয়ার ভাটার তেজক্টাল কখন হয়?

অমাবস্যায়

 

43. বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমান কত?

২০.৭১%

 

44. শল্য চিকিতসায় যন্ত্রপারি জীবানুমুক্ত করতে কোনটি প্রয়োগ করা হয়?

অবলোহিত রশ্মি

 


Post a Comment

0 Comments