English sentences you can use everyday || || Daily Conversation || translation (part 3 )

In this lesson  I will describe you sentences for everyday English with Bangla meaning or translation which will be helpful for Everyday Conversations. you can also learn the structure of the sentence and how to make sentence, How to used word in sentence, some basic and common vocabulary phrases etc. If you learn this type of sentence it will help you in every day conversation.

 

English sentences you can use everyday

 

1. Let us go out for a walk- আসুন আমরা বেড়াতে যাই।

2. I have not seen such a fool as you are -তোমার মতো বোকা আমি দেখিনি।

3. Where have you been such a long time -এতক্ষন কোথায় ছিলেন?

4. I have not yet seen him -আমি এখনও তাকে দেখিনি ।

5. It has been reining for days together - আজ কদিন ধরেই বৃষ্টি হচ্ছে।

6. It has been raining all day long -সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে ।

7. I could do the sum - আমি অঙ্কটি করতে পারতাম।

8. The girl burst into tears - মেয়েটি কান্নায় ভেঙ্গে পড়ল ।

9. I shall see you tomorrow - তোমার সাথে কাল দেখা করব

10. Either this or that - এইটা না হয় ওইটা ।

11. The price of gold will not go down -সোনার দাম কমবে না ।

12. Neither he nor you -সেও নয়,তুমিও নও ।

13. There is nothing which I cannot give you -এমন কিছু নেই যা আমি তোমাকে দিতে পারি না ।

14. I will have my own way - আমি আমার মতোই চলব ।   ।

15. This house is to let -এই বাড়িটি ভাড়া দেওয়া হবে ।       

16. He made me do it - সে আমাকে এইটা করতে বাধ্য করেছে ।

17. This is just the pen I want -আমি এই কলমটিই চাই ।

18. It is you who have done it -এইটা তোমারই কাজ ।

19. I can’t bear this any longer - আমি আর সহ্য করতে পারবনা।

20. I shall come another day  - আমি অন্য একদিন আসব ।

21. You have not changed a bit - তুমি একটুও বদলাও নি।

22. I am as before- আমি আগের মতোই আছি ।

23. I feel very lonely - বড় একা একা লাগছে ।

24. He called me a liar - সে আমাকে মিথ্যাবাদী বলেছে ।

25. This is partly true -এটা কিছু পরিমাণে সত্য ।

26. It admits of no doubt - এতে কোন সন্দেহ নাই ।

27. He cannot speak English as I can - সে আমার মতো ইংলিশ বলতে পারে না ।

28. What do you do for fun - তুমি বিনোদনের জন্য কি কর?

29. I am good at playing chess  - আমি দাবা খেলায় পারদর্শী ।

30. Sure,I wouldn’t mind - অবশ্যি,আমি কিছু মনে করবোনা।

31. Do you have time available on Friday morning?- আপনার কি শুক্রবার সকালে সময় হবে?

32. Sorry.I don’t live around here - দুখিত,আমি এখানে থাকিনা।

33. How is everything?- সব কেমন চলছে?

34. How’s everything going? - কেমন যাচ্ছে সব?

35. It has been a long time - অনেক দিন হয়ে গিয়েছে ।

36. It’s always a pleasure to see you - তোমার সাথে দেখা হুয়াটা সব সময়ই আনন্দের।

37. Long time no see - অনেক দিন দেখা হয় না।

38. What would you like to drink?- তুমি কোন ড্রিংকটা নেবে?

39. I don’t like liar at all!-আমি মিথ্যেবাদী লোক একদম পছন্দ করি না!

 

 

Post a Comment

0 Comments