1. Without you I would die - তোমাকে ছাড়া আমি মরে যাব।
2. I can’t live without her - তোমাকে ছাড়া আমি থাকতে পারব না।
3. I don’t drink tea without sugar - আমি চিনি ছাড়া চা খায় না।
4. I won’t leave without you -আমি তোমাকে ছাড়া যাব না।
5. I’m not leaving without you - আমি তোমাকে ছাড়া যাচ্ছিনা।
6. I’m with you -আমি তোমার সাথে আছি।
7. I have no objection -আমার কোন আপত্তি নেই ।
8. I can’t forgive her -য়ামি তাকে মাফ করতে পারব না।
9. Can you manage it. -তুমি কি এটার ব্যবস্থা করতে পারবে।
10. Don.t get angry - রাগ কর না।
11. Don’t make rush - তাড়াহুড়া কোরোনা ।
12. Let me in - আমাকে ভিতরে আসতে দাও ।
13. Let me out - আমাকে বাইরে যেতে দাও ।
14. I can’t handle this any more - আমি আর সামলাতে পারছিনা।
15. I’m not kidding - আমি মজা করছি না।
16. You have changed a lot - তুমি অনেক বদলে গেছ।
17. Where do you get such ideas? - কোথায় থেকে শিখছো এসব ।
18. Hold on tightly,don’t let go - শক্ত করে ধর,ছাড়বেনা।
19. It’s a matter of a few days /it’s only about few days -এইটা তো কিছুদিনের ব্যাপারই ।
20. Do whatever you want - তোমার যা ইচ্ছা কর।
21. I’m unable to sleep- আমার ঘুম আসছে না।
22. What would you like to drink?- তুমি কোন ড্রিংকটা নেবে?
23. I don’t like liar at all!-আমি মিথ্যেবাদী লোক একদম পছন্দ করি না!
24. To be frank- খোলাখুলি ভাবে বলতে গেলে
25. What a pity! - কি দুখের!
26. What the hell you are talking about?- আপনি কি সব আজেবাজে কথা বলছেন?
0 Comments