মৌলিক সংখ্যা(Prime number)
যে সংখ্যার গুণনীয়ক (উৎপাদক) কেবল ১ এবং ঐ সংখ্যাটি তাকে মৌলিক সংখ্যা বলে।
গনিতের পরিভাষায় মৌলিক সংখ্যা হল এমণ একটি প্রাকিতিক সংখ্যা যার শুধু ২ টি উৎপাদক আছে একটি সংখ্যাটি নিজে এবং ১ ।
অথবা সহজ কথায় বললে একটি সংখ্যাকে অই সংখা বা ১ ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করা না যায় তাহলে অই সংখ্যাকে আমরা মোলিক সংখ্যা বলি।
যেমনঃ ৫ সংখ্যাটিকে শুধু মাত্র ১ ও ৫ ছাড়া অন্য কোনো সংখ্যা ধারা ভাগ করা যায় না মানে এর আর কোনো
উতপাদক নাই।
উতপাদক নাই।
৪ = ১ * ৪
এখানে ৪ সংখ্যাটাকে উৎপাদকে বিশ্লেষন করলে ১ ও ৪ ছাড়াও ২ আর একটি উৎপাদক রয়েছে । অর্থাৎ
১ ও ৪ ছাড়াও ২ ধারা সংখাটিকে ভাগ করা যায় । তাই ৪ সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়।
আরও উদাহরন দেখি,
১২ = ১ * ১২
= ২ * ৬
=৩ * ৪
এখানে ১২ সংখ্যাটাকে উৎপাদকে বিশ্লেষন করলে ১ ও ১২ ছাড়াও ২,৩,৪,৬ আর একটি উৎপাদক রয়েছে অর্থাৎ
১ ও ১২ ছাড়াও ২,৩,৪,৬ ধারা সংখাটিকে ভাগ করা যায়। তাই ১২ সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়।
৭ = ১ * ৭
এখানে ৭ সংখ্যাটাকে উৎপাদকে বিশ্লেষন করলে ১ ও ৭ ছাড়া আর কোনো উৎপাদক নেই । অর্থাৎ ১ ও ৭ ছাড়াও
আর কোনো সংখ্যা দিয়ে ৭ কে ভাগ করা যায় না । তাই ৭ সংখ্যাটি মৌলিক সংখ্যা ।
আর কোনো সংখ্যা দিয়ে ৭ কে ভাগ করা যায় না । তাই ৭ সংখ্যাটি মৌলিক সংখ্যা ।
তেমনি গনিতে অসংখ্য মৌলিক সংখ্যা রয়েছে । সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হল ২ । ১ কে মৌলিক সংখ্যা বলা হয়
না।
না।
0 Comments