বিপরীত শব্দ - "ক" "খ" ও "গ"


একটি শব্দের বিপরীত অর্থবাচক শব্দকে বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ বলে ।

ভিবিন্ন চাকরির পরীক্ষা,স্কুল কলেজের পরিক্ষায় বিপরীত শব্দ আসতে দেখা যায়। তাই আমারা আজকে কিছু বিপরীত শব্দ জেনে নেই। "ক" "খ" ও "গ" দিয়ে শুরু বিপরীতার্থক শব্দ গুলো এখানে দেওয়া আছে ।





শব্দ
বিপরীত শব্দ
কচি
ঝুনা
কদাচার
সদাচার
কনিষ্ঠ
জোষ্ঠ
করাল
সৌম্য
কর্কশ
কোমল
কর্মঠ
অকর্মণ্য
কলঙ্ক
প্রশংসা
কলুষ
পুণ্য
কল্পনা
বাস্তব
কাজ
অকাজ
কান্না
হাঁসি
কাপুরূষ
বীরপুরুষ
কিরন
অংশু
কুঞ্চন
প্রসারণ
কুটিল
সরল
কুৎসিত
সুন্দর
কুফল
সুফল
কুবুদ্ধি
সুবুদ্ধি
কুমেরু
সুমেরু
কুরুচি
সুরুচি
কুলীন
অন্ত্যজ
কুশাসন
সুশাসন
কুশিক্ষা
সুশিক্ষা
কৃতজ্ঞ
অকৃতজ্ঞ
কৃত্রিম
স্বাভাবিক
কৃপন
বদান্য
কৃশ
স্থুল
কৃশাঙ্গী
শ্ব্বেতাঙ্গ
কৃষ্ণ
গৌর বা শুভ্র
কেজো
অকেজো
কোমল
কঠিন
ক্রন্দন
হাস্য
ক্রয়
বিক্রয়
ক্রোধ
প্রীতি
ক্ষনস্থায়ী
দীর্ঘস্থায়ী
ক্ষতি
ফায়দা
ক্ষ্য়
বৃদ্ধি
ক্ষয়িষ্ণু
বর্ধিষ্ণু
ক্ষিপ্ত
শান্ত
ক্ষীন
পুষ্ট
ক্ষীপ্র
মন্থর
ক্ষীয়মান
বর্ধমান
ক্ষুদ্র
বৃহৎ
কৃপন
বদান্য
কুৎসা
প্রশংসা
কুটিল
সরল


শব্দ
বিপরীত শব্দ
খবর
জিজ্ঞাসা
খরা
বাদল
খাতক
মহাজন
খিরকি
সিংহদ্বার
খুচরা
পাইকারি
খেদ
আহ্লাদ / হর্ষ
খোলা
ঢাকা
খ্যাত
অখ্যাত
খ্যাতি
অখ্যাতি



শব্দ
বিপরীত শব্দ
গঞ্জনা
প্রশংসা
গন্য
নগণ্য
গতি
স্থিতি
গদ্য
পদ্য
গরল
অমৃত
গরিমা
লঘিমা
গরিষ্ঠ
লগিষ্ঠ
গাম্ভীর্য
চাপল্য
গুপ্ত
প্রকাশিত
গুরু
লঘু
গুরু
শিষ্য
গূঢ়
ব্যক্ত
গৃহী
সন্ন্যাসী
গৃহীত
বর্জিত
গেঁয়ো
শহুরে
গোপন
প্রকাশ
গৌণ
মুখ্য
গৌরব
অগৌরব , লাঘব
গ্রহন
বর্জন
গ্রহীতা
দাতা
গ্রামীণ
নাগরিক
গ্রাম্য
শহুরে
গ্রাহ্য
অগ্রাহ্য



Post a Comment

0 Comments