ভিনিন্ন এক্সামে চর্যাপদ এর বিষয়ে নানা প্রশ্ন আসতে দেখা যায়। আমি আপনাদের সাথে ভিবিন্ন চাকরির এক্সাম এ আসা কিছু চর্যাপদের বিষয় নিয়ে আলোচনা করছি। তাতে ভিবিন্ন চাকরির এক্সাম এর জন্য আপনাদের সুবিধা হবে ।
l চর্যা পদ গুলো আবিস্কৃর হয় কোথায় থেকে ?
l উত্তরঃ নেপাল থেকে
l চর্যা পদের মোট কত জন লেখকের পরিচয় পাওয়া যায় ?
l উত্তরঃ ২৪ জন
l সুনীরিকুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদ কত সালের মধ্যে রচিত হয় ?
l উত্তরঃ ৯৫০ - ১২০০ সাল
l কত সালে চর্যাপদ আবিস্কৃত হয় ?
l উত্তরঃ ১৯০৭ সালে
l বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি ?
l উত্তরঃ চর্যাপদ
l হরপ্রসাদ শাস্ত্রী কবে সম্পাদিত আকারে চর্যাপদ প্রকাশ করেন ?
l উত্তরঃ ১৯১৬ সালে
l আপন মাংসে হরিণা বৈরী - লাইনটি কোন সাহিত্যের অংশ ?
l উত্তরঃ চর্যাপদ
l চর্যাপদের উল্লেখযোগ্য সংস্কৃত টীকাকার কে ?
l মুনিদত্ত
l চরযাপদের কত নাম্বার পদটি টীকাকার কর্তৃক ব্যাখ্যা করা হয়নি ?
l ১০ নং
l কোন শাসনামনে চর্যাপদ রচিত হয়েছে বলে যানা যায় ?
l উত্তরঃ পাল আমলে
l চর্যাপদের সমাজে কোন শ্রেনীর প্রসজ্ঞে আলোচিত হয়েছে ?
l উত্তরঃ অন্ত্যজ শ্রেনী
l বৌদ্ধদের কোন সম্প্রদায়ের সাধকগন চর্যাপদ রচনা করেন ?
l উত্তরঃ সহজযোনী
l চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচয়িতা কে ?
l কাহ্নপা
l চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচয়িতা পদের সংখ্যা কত ?
l ১৩ টি
l চর্যাপদের ভাষায় কোন অঞ্চলের ভাষার নমুনা পরিলক্ষিত হয় ?
l উত্তরঃ পশ্চিম বাংলার প্রাচীন কথ্যভাষা
l পজ্ঝটিকা কি ?
l উত্তরঃ সংস্কৃত ছন্দ।
l চর্যাপদের মোট কতটি পদ পাওয়া গেছে ?
l উত্তরঃ ৪৬ ১/২ টি
l চর্যাপদের প্রথম রচয়িতা কে ?
l উওরঃ লুইপা
l বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন যুগ কোনটি?
l উত্তরঃ ৬৫০ - ১২০০ সালে
l হরপ্রসাধ শাস্ত্রীর মতে চর্যাপদের ভাষা ছিল -
l উত্তরঃ আলো আধারি ভাষা
l চর্যাপদ কোন ধরমাল্বীদের সাহিত্য ?
l উত্তরঃ সহজিয়া বৌদ্ধ
l চর্যাপদ নেপালের কোথা থেকে আবিষ্কার হয় ?
l উত্তরঃ রাজগ্রন্থাগার থেকে
l উত্তরঃ চর্যাপদের বেশির ভাগ পদ কত চরনে রচিত ?
l উত্তরঃ ১০ চরনে ?
l বাংলা সাহিত্যে প্রথম নাগরিক কবি কে ?
l উত্তরঃ ভারতচন্দ্র
l কবি চন্দ্রাবতী কোন অঞ্চের মানুষ ছিলেন ?
l উত্তরঃ কিশোরগঞ্জ
l কার পৃষ্টপোষকতায় কবি আলাওল পদ্ধাবতী কাব্য রচনা করেন ?
l উত্তরঃ মাগন ঠাকুর
l মধ্যযুগের কবি নয় ?
l উত্তরঃ বিদ্যাপতি
0 Comments