বিভিন্ন চাকরির, বিসিএস,ব্যাংক,সরকারি চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি সাধারণ বিজ্ঞান,ভূগোল ও আন্তর্জাতিক বিষয়বলী ও সাপ্রতিক বিষয়াবলী (Current Affairs ) প্রশ্ন নিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন আসে এবং আসতে পারে। এখানে আমরা সাধারণ কে কাকে শপথ পড়ান নিয়ে কিছু বেসিক প্রশ্ন সংক্ষিপ্ত আকারে আপনাদের জন্য সাজিয়ে দিয়েছি যেন আপনাদের পড়তে সহজ হয় । কেননা প্রতিবারই কে কাকে শপথ পড়ান এমন টাইপ প্রশ্ন কোনোনা কোন চাকরির পরীক্ষায় আসে।
কে কাকে শপথ পড়ান
রাষ্ট্রপতি শপথ পড়ান -
1. প্রধানমন্ত্রীকে
2. মন্ত্রীগনে
3. উপমন্ত্রী দেরকে
4. প্রতিমন্ত্রীদের
5. স্পীকার
6. ডেপুটি স্পিকার
7. প্রধান বিচারপতি
প্রধানমন্ত্রী যাদের শপথ পড়ান -
1) সিটি কর্পোরেশনের মেয়রদেরকে
2) জেলা পরিষদের চেয়ারম্যানদের কে
স্পিকার যাদের শপথ পড়ান -
1. রাষ্ট্রপতিকে
2. সকল সংসদ সদস্যদের কে
প্রধান বিচারপতি যাদের শপথ পড়ান
1. সুপ্রিম কোর্টের কোন বিভাগের কোন বিচারককে
2. প্রধান নির্বাচন কমিশনার বা নিবাচন কমিশনার কে
3. মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক কে
4. সরকারী কর্মকমিশনের সদস্যদেরকে
1. সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ওয়ার্ড কাউন্সিলদের শপথ পড়ান কে ?
= স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী
2. পৌরসভার মেয়র - কাউন্সিলরা শপথ গ্রহন করেন কার কাছে
= বিভাগীয় কমিশনার এর কাছে
3. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে শপথ পড়ান কে ?
= জেলা প্রশাসক
4. ইউনিয়ন মেম্বারদেরকে শপথ পড়ান কে ?
= উপজেলার নির্বাহী কর্মকর্তা
5. উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা কার কাছে শপথ নেন?
= বিভাগীয় কমিশনার এর কাছে
6. জেলা পরিষদের সদস্যরা শপথ নেন কার কাছে ?
= পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী
0 Comments