বিসিএস,ব্যাংক,সরকারি চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি ( প্রশ্ন ও উত্তর ) সাপ্রতিক বিষয়াবলী



বিভিন্ন চাকরির, বিসিএস,ব্যাংক,সরকারি চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি সাধারণ বিজ্ঞান,ভূগোল ও আন্তর্জাতিক বিষয়বলী ও সাপ্রতিক বিষয়াবলী (Current Affairs ) প্রশ্ন নিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন আসে এবং আসতে পারে। এখানে আমরা সাধারণ বিজ্ঞান,ভূগোল ও আন্তর্জাতিক বিষয়বলী প্রশ্ন নিয়ে কিছু বেসিক প্রশ্ন সংক্ষিপ্ত আকারে আপনাদের জন্য সাজিয়ে দিয়েছি যেন আপনাদের পড়তে সহজ হয় ।


বিসিএস,ব্যাংক,সরকারি চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি ( প্রশ্ন ও উত্তর )
সাপ্রতিক বিষয়াবলী




সাপ্রতিক বিষয়াবলী (Current Affairs )

১। মোবাইল ব্যাংকিং এ বাংলাদেশের অবস্থান ?
= ২য়।

২। মোবাইল ব্যাংকিং এ কোন দেশের অবস্থান প্রথম ?
= ১ম কেনিয়া

৩। নারী শিক্ষা উন্নয়নে ইউনেস্কো কতৃক শান্তিবৃক্ষ স্মারক লাভ করেন ?
= প্রধানমন্ত্রী শেখ হাসিনা

৪। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কতৃক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক হেলথ-২০১৪ লাভ করেন কে ?
= সায়মা হোসেন পুতুল

৫। বিশ্বের কোন দেশে শিশু মৃত্যুরহার বেশি ?
= আঙ্গোলা ( প্রতি হাজ্জারে ১৬৭ জন )

৬। বিশ্বের কোন দেশে শিশু মৃত্যুরহার কম ?
= লুক্সেম্বার্গ ও আইসল্যন্ড

৭। বলু ইকোনমি কোন বিষ্যের সাথে জড়িত ? - সমুদ্র অর্থনীতির সাথে

৮। জাতীয় পরিবেশ কমিটির প্রধান কে ?
= প্রধান্মন্ত্রী  

৯। বুয়েটের প্রথম নারী উপচার্য কে ?
= খালেদা ইকরাম  ( বাংলাদেশের ২য় নারী উপচার্য )

১০। জাতিসংঘের ক্রেডেনশিয়াল কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কে?
= ড. এ,কে আব্দুল মোমেন

১১। জয় বাংলা প্রামাণ্যচিত্রের পরিচালক কে ?
= নাগিসা ওসিমা ( জাপান )

১২। ২০১৪ সালের বৈশ্বিক সক্ষমতা সুচকের বাংলাদেশের অবস্থান কত>
= ১০৯ তম

১৩। বর্তমানে বাংলাদেশে মোট ব্যাংকের সংখ্যা কত ?
= ৬৩ টি

১৪। বর্তমানে দেশে বিশেষায়িত ব্যংকের সংখ্যা কত ?
= ৯টি

১৫। বর্তমানে দারিদ্রের হার কত ?
= ৩০.৭%

১৬। বাংলাদেশের কোন জেলায় দারিদ্রের হার সবচেয়ে বেশি ?
= কুড়িগ্রাম

১৭। বাংলাদেশের কোন জেলায় দারিদ্রের হার সবচেয়ে কম ?
= কুষ্টিয়া

১৮। সংবিধান ( ষোড়শ সংশোধন ) আইন ২০১৪ জাতীয় সংসদে পাস হয় কবে?
= ১৭ সেপ্টেম্বার ২০১৪

১৯। যুক্তরাজ্য কোন কোন রাজ্য নিয়ে গঠিত ?
= ইংল্যান্ড,উত্তর আয়ারল্যান্ড,স্কটল্যান্ড,অয়েলস

২০। স্কটল্যান্ডের রাজধানী ও পারলামেন্টের নাম কি ?
= এডিনবার্গ,স্কটিশ পার্লামেন্ট

২১। CTBT অনুমোদনকারী দেশ কয়টি ?
= ১৬১ টি

২২। বাংলাদেশের সরকারী চিড়িয়খানা কয়টি?
= ৩টি (সর্বশেষ সিলেট)

২৩। সিরডাপের বর্তমান সদস্য কত ?
= ১৫ টি ( সর্বশেষ ফিজি )

২৪। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের পথিকৃত কে ?
= এম নুরুল কাদের

২৫। যুক্তরাষ্ট্রের বাজা্রে পোশাক রপ্তানিতে কোন দেশ শীর্ষ ?
= চীন ( বাংলাদেশ ২য় )

২৬। বিশ্বে কতজন লোক অপুষ্টিতে ভোগে ?
= ৮০ কোটি ৫০ লাখ (প্রতি ৯ জনে ১ জন , সর্বাধিক ভারতে ১৯ কোটি ৭ লাখ )

২৭।বিশ্বের বৃহতম ই-কমার্স বা অনলাইন ভিত্তিক বেচাকেনায় প্রতিষ্ঠানের নাম কি?
= আলিবাবা ( চীন ) 


Post a Comment

0 Comments