গ্লাসনস্ত ও পেরেস্ত্রৈকা , মিথাইল গর্বাচেভ | বিসিএস,ব্যাংক,সরকারি চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি


বিভিন্ন চাকরির, বিসিএস,ব্যাংক,সরকারি চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি সাধারণ বিজ্ঞান,ভূগোল ও আন্তর্জাতিক বিষয়বলী ও সাপ্রতিক বিষয়াবলী (Current Affairs ) প্রশ্ন নিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন আসে এবং আসতে পারে। এখানে আমরা সাধারণ গ্লাসনস্ত ও  পেরেস্ত্রৈকা , মিথাইল গর্বাচেভ কিছু বেসিক প্রশ্ন সংক্ষিপ্ত আকারে আপনাদের জন্য সাজিয়ে দিয়েছি যেন আপনাদের পড়তে সহজ হয় ।
 
গ্লাসনস্ত ও  পেরেস্ত্রৈকা

1. গ্লাসনস্ত ও  পেরেস্ত্রৈকা নীতি গৃহীত হয় - ১৯৮৫ সালে
2. গ্লাসনস্ত ও  পেরেস্ত্রৈকা নিতী কর্যকর হয় - ১৮৮৮ সালে
3. মিখাইল গর্বাচেভ “গ্লাসনস্ত” সংস্কার করমসূচির ধারনা নেন - চীনা প্রেসিডেন্ট দেং জিয়াও পিং থেকে
4. গ্লাসনস্ত মানে কি ?
5. খোলামেলা আলোচনা বা মত প্রকাশের নীতি , সমাজতন্ত্রের পতন
6. পেরেস্ত্রৈকা  মানে কি ?
7. পূর্ণগঠন ও সংস্কার প্রশ্নে নেয়া,মুক্তাবাজার অর্থনীতির প্রচলন


  মিথাইল গর্বাচেভ

8. ১৯৮৫ সালে ক্ষমতায় আসেন
9. ১৯৯০ সালে নোবেল শান্তি পুরষ্কার লাভ করেন
10. অভিন্ন ইউরোপীয় বাসভূমি বা অখন্ড ইউরোপ ধারণার প্রবক্তা
11. দেমোক্রাইতিজাতসিয়া কর্মসূচি চালূ করেন
12. উস্কোরেনিয়ি ( অর্থনৈতিক উন্নয়নে গতিশীলতা ) কর্মসূচিগুলো চালু করেন
13. CIS কমনওয়েথ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস গঠন করেন
14. ওয়ারশ জোট বঙ্গ করেন
15. গর্বাচেভের আমলে রাশিয়া ভেঙ্গে চায়
16. গর্বাচেভের আমলে জার্মানিতে বার্লিন দেওয়ালের পতন হয়
17. ২৫ ডিসেম্বর ১৯৯১ = সোভিয়েত উইনিয়নের প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন
18. ২৬ ডিসেম্বর ১৯৯১ = আনুষ্ঠানিকভাবে সোভিয়েত উইনিয়নের বিলুপ্তি ঘোষনা করে
19. ২৫ ডিসেম্বর ১৯৯১ = রূশ ফডারেশন প্রতিষ্ঠিত হয়
20. সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট = বরিস ইয়েলেটসিন
21. স্বাধীন- সার্বভৌম রাশিয়ার জনগনের ভোটে নির্বাচিত প্রথম প্রসিডেন্ট = বরিস ইয়েলেটসিন

22. মিখাইল গর্বাচেভ ক্ষ্মতায় এসে পেরেস্ত্রৈকা ( পুণগঠন ) ও গ্লাসনস্ত (খোলাদার) দেমোক্রাইতিজাতসিয়া ( গনতন্ত্রায়ন )ও উস্কোরেনিয়ি ( অর্থনৈতিক উন্নয়নে গতিশীলতা) নামক একের পর এক কর্মসূচিগুলো চালু করতে থাকেন । বিশ্লেষকরা মনে করেন , এ সব কর্মসূচির পরিণতিতেই ১৯৯১ সালে রাশিয়া ভেঙ্গে যায় ।


Post a Comment

0 Comments