ইংরেজী বাক্যে ‘Going to” এর ব্যবহার এত সহজ !

How to use going to in sentence :

I am going to buy a new car.

ভেবে দেখতো এই বাক্যটার মানে কি ! বুঝতে কি পেরেছ এই বাক্যে ব্যতিক্রম কি আছে ?

হ্যাঁ, তা হল “ Going to “

Going to দিয়ে কিভাবে তুমি অনেক বাক্য তৈরি করতে পারবে এবং কখন  আমারা going to ব্যবহার করি চলো দেখে নেয় -

“ Going to “ এই শব্দটার এটা কোনো tense না । এটা sentence গঠনের একটা Special structure যা আমরা ভবিষ্যতের কোনো কথা বলতে ব্যবহার করি ।

ধর তুমি Future এ কোন কাজ করবে মানে আমারা কোনো কাজ করার Decision নিয়ে নিয়েছি করার জন্য শুধু specific  টাইম বলা থাকবে না এই ধরনের বাক্যে আমরা Going to ব্যবহার করি।

যেমন:

আমি একটি নতুন গাড়ি কিনতে যাচ্ছি - এই বাক্যটা খেয়াল কর।

আমি নতুন গাড়ি কিনতে চাই তার প্ল্যান আমি করে ফেলেছি যা আমি ভবিষ্যতে কিনব। কিন্তু Future এ কখন টা Exactly বলা নাই । এই ধরনের বাক্যে আমরা going to ব্যবহার করব ।

Structure : subject + be verb + going to + object .( Be verb - am/ is/are/was/were)




Example:

আমি একটি নতুন গাড়ি কিনতে যাচ্ছি = I am going to buy a new car.

আমি সাঁতারে যাচ্ছি - I am going to swim.

বৃষ্টি হতে যাচ্ছে  = It is raining.

তুমি কি বাসাটা রং করতে যাচ্ছ? = Are you going to paint the house ?.

আমি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছে = I am going to start a new business.

আমি তাকে সত্য বলতে যাচ্ছি = I am going to tell her the truth.

আমি তোমাকে ইংলিশ শিখাতে যাচ্ছি = I am going to teach you English.

এই বছর আমি বিয়ে করতে যাচ্ছি = I am going to get married this year.

আমি অসুস্থ হতে যাচ্ছি - I am going to fall sick.

আমরা এই খেলা হারতে যাচ্ছি - We are going to lose the match.


More Example :

What are you going to do after class

What time are you going to go to bed tonight

What are you going to watch on Tb tonight

How are you going to get home from school after school

What are you going to ear for dinner tonight




Post a Comment

0 Comments